28 C
Agartala
Thursday, May 30, 2024
- Advertisemet -spot_img

১২৪ তম কবি প্রণাম অনুষ্ঠান

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ২৭ মে ।। ২৬ শে মে সন্ধ্যা ছয় ঘটিকায় উওর জেলার পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবি প্রনাম অনুষ্ঠান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা সাশক সুভাষ আচার্যী,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,কাউন্সিল পাপিয়া দাস ও সিন্ধু নাথ,উওর জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য রাহুল দাস,তথ্য সংস্কৃতি দপ্তর পানিসাগরের আই,সি,ও ইন্দ্রজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।মঞ্চে উপবিষ্ট অথিতিরা একে একে বিদ্রোহী কবির পতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদনের মাধ্যমে দিনটিকে যথাযথ মর্যাদায় প্রদান করেন।উদ্বোধনী মঞ্চে সংগীত পরিবেশনা করেন সাংস্কৃতিক কালচারাল সেলের শিল্পী বৃন্ধরা।দিনটিকে যথাযত মর্যাদায় সহিত উদযাপন করতে গিয়ে মঞ্চে নজরুল সংগীত ও নজরুল নৃত্য পরিবেশন করেন পানিসাগর নগর পঞ্চায়েত সহ আশপাশ এলাকার সংস্কৃতি প্রিয় শিল্পীবৃন্ধরা।মঞ্চে সংগীত পরিবেশন করেন বিধায়ক বিনয় ভুষন দাস।পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে ১২৪ তম কবি প্রণাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করাহয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ